সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে চড়কপূজার চড়কির গাছ ভেঙে চারজন আহত 

নন্দীগ্রামে চড়কপূজার চড়কির গাছ ভেঙে চারজন আহত 

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার নন্দীগ্রামে চড়কপূজার চড়কির গাছ ভেঙে চারজন আহত হয়েছে। শুক্রবার (১০ মে) ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস চড়ক মেলায়। 

স্থানীয়রা জানান, চড়কপূজা উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারো মাটিহাঁস গ্রামে চড়ক মেলার আয়োজন করা হয়। বিকেল ৫টার দিকে চড়কপূজার চড়কির গাছে একজনের পিঠে বড়শি গেঁথে ঘুরানোর আগে তা পরীক্ষা করে দেখা হচ্ছিলো। এতেই চড়কির গাছটি ভেঙে পড়ে যায়। এ ঘটনায় সেখানে উপস্থিত বারইপাড়া গ্রামের আব্দুস সালাম গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থার উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া মাটিহাঁস গ্রামের অভিপ্রাণসহ আরও তিনজন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাটরা ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, চড়ক ঘুড়ানোর আগে গাছের অবস্থা দেখার জন্য দুই পাশে দড়ি ধরে কিছু লোক ঘুরতে লাগে তাতেই গাছটি ভেঙে চারজন আহত হয়। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …