শুক্রবার , ফেব্রুয়ারি ২৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নন্দীগ্রামে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,ঘন কুয়াশায় বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কে রণবাঘা বাসস্ট্যান্ডে এদুর্ঘটনা ঘটে। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিলো। অপরদিকে বগুড়ার দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালকের সহকারী নিহত হয়। সেসময় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন, ঘন কুয়াশাই দুর্ঘটনার মূল কারণ। এখনও নিহতের নাম পরিচয় জানা যায়নি। আমরা চেষ্টা করছি নাম পরিচয় জানার জন্য। মরদেহ থানাতেই আছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও দেখুন

দ্রব্যমূল্যর ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে মিছিল

নিজস্ব প্রতিবেদক……………………… দ্রব্যমূল্যর ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বাংলাদেশ জামায়েতে ইসলামীর …