রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খাইয়ে ৪টি গরু মারার অভিযোগ

নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খাইয়ে ৪টি গরু মারার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খাইয়ে ৪টি গরু মারার অভিযোগ উঠেছে। শনিবার রাত আনুমানিক ৯ টারদিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে ঘটনাটি ঘটে।

থানা সূত্রে জানা গেছে, সরিষাবাদ গ্রামের মোস্তফা আলী শনিবার সন্ধ্যায় তার ছোটবড় ৬টি গরু গোয়ালে তুলে রাখে। পরে গরুগুলো ছটফট শুরু করে। এতে সাথে সাথে একটি গরু মারা যায়। তখন একজন পশু চিকিৎসক এনে প্রাথমিক চিকিৎসা করে। এরপরে আরো ৩টি গরু মারা গেছে।

মোস্তফা আলী অভিযোগ করে বলেন, কে বা কাহারা আমার গরুগুলোকে শত্রুতা মূলকভাবে গ্যাস ট্যাবলেট খাওয়ায়ে মেরে ফেলে। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গ্যাস ট্যাবলেট খাওয়ায়ে গরু মেরে ফেলার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …