বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে ঘরজামাই

নন্দীগ্রামে গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে ঘরজামাই

নিজস্ব প্রেতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক অশান্তিতে গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে নুরুল ইসলাম (৩০) নামে এক ঘরজামাই। ঘটনাটি ঘটে উপজেলার ভাটগ্রামে।

জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বৈলগ্রামের ইসমাইল হোসেনের ছেলে নুরুল ইসলাম দেড় বছর পূর্বে উপজেলার ভাটগ্রামের আব্দুল করিমের মেয়ে শিউলি খাতুনকে বিবাহ করে। বিবাহের পর নুরুল ইসলাম তার স্ত্রী শিউলি খাতুনকে নিয়ে ভাটগ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতো। হঠাৎ শনিবার (৯ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ৯ টারদিকে নুরুল ইসলাম সবার অজান্তে গ্যাসট্যাবলেট খায়।

পরে পরিবারের লোকজন তা বুঝতে পেরে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২ টারদিকে তার মৃত্যু ঘটে। এ তথ্য নিশ্চিত করেন ইউপি সদস্য কামরুজ্জামান।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …