নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে থানা পুলিশ উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের বিজয়ঘট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লিটন মিয়া (৩৮) কে গাঁজাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সে এর পূর্বেও কয়েকবার মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়েছিলো।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
