রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে গাঁজাসহ এক মাদককারবারি গ্রেপ্তার

নন্দীগ্রামে গাঁজাসহ এক মাদককারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ এক মাদককারবারি গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় থানা পুলিশ উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা থেকে সবুজ আলী মিঠু (২৮) কে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

সে নাটোর জেলার সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থাঐল গ্রামের ইউনুস আলীর ছেলে। থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …