নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে আশা খাতুন (২৩) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা গ্রামের মঞ্জুরুল ইসলামের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ মার্চ সকালে আশা খাতুন শয়নঘরে সবার অজান্তে সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …