নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধু সুমী আকতার (২৬) আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নের আঁচলতা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সুমী আকতার আঁচলতা গ্রামের আরিফ মাহমুদের স্ত্রী। জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১ টার দিকে সবার অজান্তে সুমী আকতার শয়ন ঘরের ভিতরে তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন জানতে পেরে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, সুমী আকতারের মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।
