নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
করোনাভাইরাস পরিস্থিতিতে বগুড়ার নন্দীগ্রামে গভীর রাতে ঢাকা ফেরত মহিলাকে হোম কোয়রেন্টাইনে রাখা হয়েছে। নন্দীগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের মাঝগ্রামের আনিছুর রহমানের মেয়ে রুমি আকতার ঢাকা ইপিজেডে চাকুরি করত।
গত ১৯শে এপ্রিল গভীর রাতে গোপনে রুমি আকতার মাঝগ্রামের বাসায় আসে। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে ৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলায়েত হোসেন আদরকে জানায়। এরপর তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে। তারপর ২০শে এপ্রিল দুপুর ১২ টায় সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম সেখানে গিয়ে রুমি আকতারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, রুমি আকতার গভীর রাতে গোপনে বাসায় এসে অবস্থান করে। এ খবর পেয়ে সেখানে গিয়ে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয়রা ওই পাড়া স্বেচ্ছায় লকডাউন করেছে।
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …