শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা 

নন্দীগ্রামে খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অনুমোদন ব্যতীত খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আকরাম হোসেন প্রামাণিক (৩৬) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সে নাটোর জেলার সিংড়ার আরশেদ আলী প্রামাণিকের ছেলে। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, অনুমোদন ব্যতীত খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যে কেউ এইধরনের অপরাধ করলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …