সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে কড়ইহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বেনজির

নন্দীগ্রামে কড়ইহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বেনজির

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির।

মঙ্গবার বিকেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে ওই নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হয়েছে। কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী বলেন, শনিবারে অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে অভিলাষ চন্দ্র প্রাং, শওকত জামান, রুহুল আমিন ও রাজকুমার রায় অভিভাবক সদস্য নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দীতায় সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন সমিত্রা দেবী। শিক্ষক প্রতিনিধিরা হলেন পরিমল চন্দ্র রায়, স্বপন কুমার রায় ও আখতারা খাতুন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …