নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,, কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসের আয়োজনে নন্দীগ্রাম ইউনিয়নের তেঘরী মাঠে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় এ মাঠ দিবসে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, আরডিএডিপি প্রকল্প রাজশাহীর মনিটরিং অফিসার নাঈম হাসান, মনিটরিং অফিসার অনিক মেহফুজ, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহারুল ইসলাম, নাজমুল হক ও শাহাদত হোসেন প্রমুখ।
এ মাঠ দিবসে স্বল্প সময়ে উৎপাদিত ব্রিধান-৭৫, ব্রিধান-৯০, বিনাধান-১৭ ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও তা চাষ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। পরে বিনাধান চাষে/রিলে ফসল হিসেবে রোপা আমনের সাথে সরিষা চাষের জন্য কৃষক উদ্ধুদ্ধকরণসহ ধানী জমিতে সরিষা ছিটিয়ে দেওয়া হয়েছে।