নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে খুশি হয়েছে এলাকার কৃষকরা। দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে যখন ধান কাটামাড়াইয়ের শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে, ঠিক তখন কৃষকের লোকসান কমানোর জন্য গরিব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে বগুড়ার নন্দীগ্রাম ছাত্রলীগের নেতাকর্মীরা।
২৩ শে এপ্রিল সকালে ছাত্রলীগ নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ২নং নন্দীগ্রাম ইউনিয়নের ইউসুবপুর এলাকায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দীয় নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করেছে বলে তারা জানিয়েছে।
জানা গেছে, উপজেলার মাঠজুড়ে বোরো ধান পেকেছে। শ্রমিক সঙ্কটের কারণে কৃষকরা তাদের সেই ধান ঘরে তুলতে পারছে না। এ খবর পেয়ে ইউসুবপুর গ্রামের কৃষক মিন্টু মিয়ার ১ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতাকর্মীরা বলেছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। তাই এই উপজেলার যে সব এলাকায় পাকা ধান রয়েছে এবং যারা শ্রমিক পাচ্ছে না আমরা চেষ্টা করছি সেই সব কৃষকের পাশে থাকার।
কৃষক মিন্টু মিয়া বলেছেন, করোনাভাইরাসের কারণে ধান কাটার জন্য কোনো শ্রমিক পাচ্ছিলাম না। এ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। এমন সময় ছাত্রলীগের ভাইয়েরা কষ্ট করে আমার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা আল-নোমান নাদিম বলেছে, প্রধানমন্ত্রী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দীয় ও জেলা কমিটির নির্দেশনায় আমরা করোনাভাইরাসের কারণে শ্রমিক সঙ্কটে পড়া কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ার কাজ করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …