সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নন্দীগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩শে ডিসেম্বর বেলা ১১টায় নন্দীগ্রাম মডার্ণ প্রি-ক্যাডেট একাডেমি চত্বরে বাংলাদেশ এ্যাওয়ার্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা মতিনের সভাপতিত্বে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডার্ণ প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা গোলাম ইয়াছিন বাচ্চু ও প্রবীণ শিক্ষক লুৎফুন্নেছা প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ এ্যাওয়ার্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আলী রেজা। বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর বাংলাদেশ এ্যাওয়ার্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের আয়োজনে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। এতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় উৎসাহ বৃদ্ধি পায়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …