রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে করোনা পরিস্থিতিতে কর্মহীনদের খাদ্যসামগ্রী দিচ্ছেন আ’লীগ নেতা রানা

নন্দীগ্রামে করোনা পরিস্থিতিতে কর্মহীনদের খাদ্যসামগ্রী দিচ্ছেন আ’লীগ নেতা রানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
করোনাভাইরাস প্রতিরোধে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া বগুড়ার নন্দীগ্রামে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রয়েছে। এতে দিনমজুর ও অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় উর্পাজন। পরিবার ও ছেলে-মেয়েদের নিয়ে অতিকষ্টে জীবনযাপন করে কর্মহীন মানুষ। এ অবস্থায় কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি ছুটে চলছেন, বগুড়া জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা। ২৯ শে মার্চ সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার কালিকাপুরসহ বিভিন্ন গ্রামে কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। একটি পরিবারের এক সপ্তাহের জন্য চাল, ডাল, আলু ও তেলসহ খাদ্যসামগ্রী দেয়। উপজেলার ৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১ হাজার ৫’শ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনাভাইরাসের সংঙ্কটকালে এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয় অসহায় মানুষেরা। এর পাশাপাশি তিনি উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দিনমজুর পরিবারকে আর্থিক সহায়তা দেয়াসহ করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য লিফলেট, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …