নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে কর্মহীনদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনেই নন্দীগ্রাম পৌরসভা এলাকার কর্মহীনদের মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে নন্দীগ্রাম পৌরসভার কর্মহীন মানুষদের জন্য ৫ মেট্রিক টণ চাল বরাদ্দ দেয়া হয়। ২৯ শে মার্চ বেলা ২ টায় নন্দীগ্রাম পৌরসভা চত্বরে এ চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, প্যানেল মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম পৌরসভার কাউন্সিলর আলী হাসান, বেলায়েত হোসেন আদর ও আনোয়ার হোসেন প্রমুখ।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …