বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে করোনার নমুনা সংগ্রহের ‘ঝুঁকিমুক্ত’ বুথ চালু

নন্দীগ্রামে করোনার নমুনা সংগ্রহের ‘ঝুঁকিমুক্ত’ বুথ চালু


অসিম কুমার রায়, নন্দীগ্রাম (বগুড়া) : মাঝখানে কাঁচের সুরক্ষা। এক পাশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অন্য পাশে নমুনা দিতে আসা ব্যক্তি। কাঁচের ভেতরে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে বাইরের বাতাস প্রবেশের সুযোগ নেই। শুধু নমুনা নেওয়ার জন্য কাঁচে আছে ছিদ্র। জানা গেছে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহের এই বুথ স্থাপন করা হয়েছে। উপজেলায় এ নিয়ে দুটি নমুনার সংগ্রহের বুথ চালু হয়েছে। চিকিৎসক ও নার্সদের ঝুঁকিমুক্তভাবে করোনার নমুনা সংগ্রহের বুথটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ শওকত কবির ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমুখ। গত মঙ্গলবার থেকে পৌর শহরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে এ বুথে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে এ বুথটি স্থাপন করা হয়েছে। পৌর শহরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে শনিবার, সোমবার ও বুধবার এবং উপজেলা বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার করোনার নুমনা সংগ্রহ করা হবে। ফি সরকার নির্ধারিত ২০০ টাকা দিতে হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নমুনা দেওয়া যাবে। করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তবে নমুনা সংগ্রহের মাত্র একেবারে কম। নমুনা সংগ্রহ করতে স্বাস্থ্যকর্মীরা অনেক সময় ভয় পান। চিকিৎসক ও নার্সদের ঝুঁকিমুক্ত ও নিরাপত্তা দিতেই এই বুথ চালু করা হয়েছে। এতে নমুনা সংগ্রহে কোনো ধরণের ঝুঁকি থাকবে না। যে কেউ এই বুথে এসে তাঁদের নমুনা দিয়ে যেতে পারবেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, করোনার নমুনা সংগ্রহের সময় চিকিৎসক-নার্সদের সংক্রমণের আশঙ্কা থেকে যায়। এতে অনেক স্বাস্থ্য কর্মী নমুনা সংগ্রহের কাজে যেতে ভয় পান। এই পদ্ধতির কারণে এখন আর কোনো ঝুঁকি থাকল না। ঝুঁকিমুক্তভাবেই স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করতে পারবেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …