নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে সামাজিক দূরুত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে প্রশাসন। সেই সাথে বাহিরে বের হওয়া লোকজনদের ঘরে ফেরাতে তৎপর প্রশাসন। প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে ভ্রাম্যমান আদালত ৭ হাজার ৯শ’ টাকা জরিমানা করেছে। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতারের ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে। জানা গেছে, জরুরী প্রয়োজন ছাড়া ঘরে থেকে বের না হতে এবং নির্দিষ্ট দোকানপাট সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বার বার নির্দেশনা দেয়া হচ্ছে। এ কারণে আরো কঠোর অবস্থানে প্রশাসন। তারা মানুষকে যেকোনভাবে ঘরে রাখার প্রচেষ্টা চালিয়ে আসছে। শুক্রবার নিষেধাজ্ঞা অমান্য করে সকালে নন্দীগ্রাম পৌর শহরের ওমরপুরহাট ও উপজেলার রণবাঘাহাট বসে। এতে গাদাগাদি করে কাঁচা বাজারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনতে শত শত মানুষ হুমড়ি খেয়ে পড়ে। বেড়ে যায় জনসমাগম। পরে সকাল ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার ওই ২টি হাট ভেঙে দেয়। করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলার ২৩ টি ও পৌরসভার ৩ টি হাট গণবিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ ঘোষণা করে প্রশাসন। এ দিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম ঠেকাতে প্রশাসনের ঘোষিত আইন অমান্য করে উপজেলার রণবাঘা, ওমরপুর হাট-বাজারে দোকান খোলা রাখায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানে ৭ হাজার ৭শ’ টাকা ও চায়ের দোকানে আড্ডা দেয়ায় ১ জনের ২শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার বলেন, নিষেধাজ্ঞা পরেও হাট-বাজার বসার কারণে হাট ভেঙে দেয়া হয়েছে। এছাড়া আইন অমান্য করে দোকান খোলা রাখায় ও চায়ের দোকানে আড্ডা দেয়ায় জরিমানা করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …