মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ওস্তাদি দই ঘরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা

নন্দীগ্রামে ওস্তাদি দই ঘরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ,নন্দীগ্রাম (বগুড়া) অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরি করার অপরাধে নন্দীগ্রামে ওস্তাদি দই ঘরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

শুক্রবার (১৪ জুন) দুপুরে নন্দীগ্রাম শহরের কলেজপাড়ায় ওস্তাদি দই ঘরের কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। সেসময় অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরি করার অপরাধে ওস্তাদি দই ঘরের মালিক শাহাদত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও দেখুন

লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধেরাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত

নিজস্ব প্রতিবেদক রাজশাহী ,,,,,,,,,,রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত …