বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ওমরপুর হাটে পশুর রক্ত-বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

নন্দীগ্রামে ওমরপুর হাটে পশুর রক্ত-বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে ওমরপুর হাটে পশুর রক্ত-বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। যা দেখার কেউ নেই? এমন প্রশ্ন এলাকাবাসীর। নন্দীগ্রাম পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ওমরপুর হাট সংলগ্ন ওমরপুর কেন্দ্রীয় কবরস্থানের রাস্তার পাশেই প্রতি শুক্রবার হাটেরদিন পশু জবাই করা হয়। জবাই করা গরু, মহিষ, ছাগল, হাঁস ও মুরগীর রক্ত-বর্জ্যের স্তুপ হয়ে আছে সেখানে। রক্ত-বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ পাশে থাকা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এছাড়া দুর্গন্ধের কারণে কেউ মারা গেলে কবরস্থানে মরদেহ দাফন ও কবর জিয়ারত করা দুষ্কার হয়ে পড়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি ওমরপুর গ্রামবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ।  

সরেজমিন গিয়ে দেখা গেছে, পশুর ওই রক্ত-বর্জ্যের স্তুপের দক্ষিণ পাশে ওমরপুর কেন্দ্রীয় করবস্থান ও আনুমানিক ৫০ গজ দূরে পশ্চিম পাশে উপজেলার সবচেয়ে বড় ওমরপুর আশরাফুল উলুম কওমী মাদ্রাসা। এ মাদ্রাসাটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০জন ও শিক্ষক রয়েছে ১৮জন।

কথা হয় ওমরপুর আশরাফুল উলুম কওমী মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর সাথে। তারা অভিযোগ করে বলেন, দুর্গন্ধের কারণে আমরা ঠিকমত লেখাপড়া ও খেলাধুলা করতে পারি না। আমাদের মাদ্রাসার ভিতরে-বাহিরে দুর্গন্ধ। দুর্গন্ধের কারণে আমাদের এখানে থাকাই কঠিন হয়।

ওমরপুর আশরাফুল উলুম কওমী মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি মোশাররফ হোসেন বলেন, পশুর রক্ত-বর্জ্যের দুর্গন্ধে থাকা খুব কঠিন। বিশেষ করে যখন দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস উঠে তখন মাদ্রাসার ভিতরে থাকা যায় না। দুর্গন্ধের কারণে কবরস্থানে মাটি দেওয়া ও কবরে দোয়া করা কঠিন হয়ে যায়। এর প্রতিকার চেয়ে সবাই মিলে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দিয়েছি।

ওমরপুর গ্রামবাসীর পক্ষে অভিযোগকারী জোবায়ের আলী বলেন, বর্জ্য অপসরণের প্রতিকার চেয়ে ৪৭জন মানুষ স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে দিয়েছি। এখন পর্যন্ত এর কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু বলেন, ওমরপুর গ্রামবাসীর পক্ষে অভিযোগ পেয়েছি। আগামী দুই চার দিনের মধ্যেই তাদের সমস্যার সমাধান করা হবে।

আরও দেখুন

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৬জনের 

কারাদন্ড নিজস্ব প্রতিবেদক রাণীনগর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের  অভিযান চালিয়ে ৬জন মাদক সেবিকে তিনমাস করে …