নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদানের জন্য খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস’র বিশেষ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে ওএমএস’র বিশেষ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আশ্রাফুজ্জামান, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুজ্জামান, নন্দীগ্রাম এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফিন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ। পরে জেলা প্রশাসক জিয়াউল হক উপজেলার গোছন গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের বাসগৃহ পরিদর্শন করেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …