নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, নন্দীগ্রাম পৌরসভাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করেছে।
দিবসটি উপলক্ষে ৭ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
দুপুর সাড়ে ১২ টায় নন্দীগ্রাম পৌরসভা সভাকক্ষে নন্দীগ্রাম পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম পৌরসভার সচিব আব্দুল বাতেন, কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, আবু সাঈদ মিলন, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান ও হিসাব রক্ষক আবু হাসান সবুজ প্রমুখ।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …