বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে এসিল্যান্ডকে ফোন করে খাদ্যসামগ্রী পেলেন দরিদ্র পরিবার

নন্দীগ্রামে এসিল্যান্ডকে ফোন করে খাদ্যসামগ্রী পেলেন দরিদ্র পরিবার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে এসিল্যান্ডকে ফোন করে খাদ্যসামগ্রী পেলেন দরিদ্র পরিবার। সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা ফেরত উপজেলার বুড়ইল গ্রামের ৭ সদস্যের এক পরিবার ৮ দিন ধরে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। বাড়িতে খাবার যা ছিল তা ফুরিয়ে যায়। তাই খাবার সহায়তা চেয়ে সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলামকে ফোন করে। ফোন পেয়েই তিনি চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে ওই বাড়িতে পৌঁছে দেন। খাদ্যসামগ্রী পেয়ে ওই পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে।

সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম বলেন, ঢাকা ফেরত এক পরিবারের ফোন পেয়েই খাদ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশনা রয়েছে তা বাস্তবায়ন করা হচ্ছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …