সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গিরিশ চন্দ্র রায়, দামগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার প্রমুখ। 

উক্ত সভায় যথারীতিভাবে পরীক্ষা নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ, কোনো সাংবাদিক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে কেন্দ্র সচিবের নির্দেশনা মানতে হবে। সরাসরি পরীক্ষাকক্ষে প্রবেশ এবং ছবি তুলতে পারবে না। সবগুলো পরীক্ষা কেন্দ্রের পরিবেশ থাকবে শান্তিপূর্ণ।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …