সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে এক রাতে চারটি গরু চুরি 

নন্দীগ্রামে এক রাতে চারটি গরু চুরি 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে এক রাতে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার শিমলা গ্রামে এ ঘটনা ঘটে। চোরেরা ওই গ্রামের হেলাল উদ্দিন আকন্দের গোয়াল ঘর থেকে তিনটি ও মাইনুল হাসানের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত হেলাল উদ্দিন আকন্দ বলেন, মাটির দেয়াল কেটে চোরেরা গোয়াল ঘরের ভিতরে ঢুকে আমার তিনটি ও পাশের বাড়ির একটি গরু চুরি করে নিয়ে গেছে। আমার তিনটি গরুর প্রায় ৩ লাখ টাকা দাম হতো।

এ বিষয়ে আমি থানায় মামলা করবো। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, গরু চুরির ঘটনা জানার পরে আমরা চোর চক্র ধরার চেষ্টা করছি। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …