সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে এক প্রতারককে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

নন্দীগ্রামে এক প্রতারককে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত


নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে এক প্রতারককে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০ টারদিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে সংবাদ পাওয়া যায় যে, নন্দীগ্রাম উপজেলাধীন কুন্দারহাট এলাকায় এক টাউটকে আটক করেছে স্থানীয় লোকজন।

ওই প্রতারক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে এলাকার গরীব লোকজনের নিকট থেকে ২ হাজার করে টাকা তুলছিলো। স্থানীয় লোকজনের তা সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করে রেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ জানায়। ৯৯৯ এর মাধ্যমে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতকে অবহিত করে। পরে তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসায়।

ভ্রাম্যমাণ আদালতে প্রতারক আইন, ১৮৭৯ এর ০৬ ধারায় আব্দুর রহমান নামে প্রতারককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়। এরপর পুলিশ তাকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করে। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

অপরদিকে থানা পুলিশ হত্যা মামলার আসামি মকছেদ আলীকে (২৩) গ্রেপ্তার করে। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের কোরবান আলীর ছেলে। থানা পুলিশ তাকে কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …