সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে এক পাত্রীকে বিয়ের পর আরেক পাত্রীর আত্মহত্যার হুমকি!

নন্দীগ্রামে এক পাত্রীকে বিয়ের পর আরেক পাত্রীর আত্মহত্যার হুমকি!

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে বর বিয়ে করায় আরেক পাত্রীর আত্মহত্যার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর গ্রামে।

ওই গ্রামের শাহাদৎ আলীর ছেলে সিদ্দিকুর রহমানের প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে। এরপর দ্বিতীয় বিয়ে করার জন্য বগুড়ার শাজাহানপুর উপজেলার চন্দ্রহাটা গ্রামের আনছার আলীর মেয়ে শাবানা খাতুনকে বিয়ের প্রস্তাব দেয়। তাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে। এমতাবস্থায় গত রবিবার সিদ্দিকুর রহমান চাকলমা গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আম্বিয়া খাতুনকে বিয়ে করে। এ খবর জানতে পেরে শাবানা খাতুন গ্যাস ট্যাবলেট নিয়ে মঙ্গলবার সকালে কল্যাণনগর গ্রামে চলে আসে।

এ বিষয়ে শাবানা খাতুনের সাথে কথা বললে সে বলেছে, আমার সাথে সিদ্দিকুর রহমানের বিয়ের কথা ঠিক হয়েছিল। সে আমার সাথে মেলামেশাও করেছে। আমাকে সে বিয়ে করতে চায় তাই আমি এখানে চলে এসেছি। আপনারা আমার বিয়ের ব্যবস্থা করে দেন।

স্থানীয়রা জানিয়েছে, শাবানা খাতুন বিয়ের দাবিতে আত্মহত্যার হুমকি দেয়। পরে পুলিশ এসে বিষয়টি নিরসন করে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …