শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে 

নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম…….. এবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১টি পোরসভা ও ৫টি ইউনিয়নে মোট ৪৫টি দুর্গাপূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মন্ডপের আশপাশে ছোটখাটো মেলাও বসেছে। দুর্গাপূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের আগমনে প্রতিটি দুর্গাপূজা মন্ডপ উৎসব অঙ্গনে পরিণত হয়েছে। ভক্তরা দেবী দুর্গার নিকট নানা প্রার্থনা করছেন। প্রত্যেকটি দুর্গাপূজা মন্ডপে স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। যে কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির জানান, উপজেলার ৪৫টি দুর্গাপূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি দুর্গাপূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর সরকারি অনুদান হিসেবে প্রতিটি দুর্গাপূজা মন্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। 

থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপযাপনের জন্য প্রতিটি দুর্গাপূজা মন্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক, আনসার ও ভিডিপির সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এছাড়াও পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিযদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার বলেন, উপজেলার ৪৫টি মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। 

নন্দীগ্রাম রাধাগোবিন্দ মন্দির বারোয়ারী দুর্গাপূজা মন্ডপের পুরোহিত ভরত চন্দ্র গোস্বামী বলেন, এবার দেবী দুর্গার আগমন হয়েছে দোলায় আর গমন হবে গজে। এর ফল অমঙ্গল। তবুও আমরা মঙ্গলের জন্য দেবী দুর্গার নিকট প্রার্থনা করছি। বুধবার মহাষষ্ঠী-মহাসপ্তমীর মধ্যদিয়ে এবার শারদীয় দুর্গাপূজার মূল উৎসব শুরু হয়। বৃহস্পতিবার মহাসপ্তমী-মহাঅষ্টমী, শুক্রবার মহাঅষ্টমী, মহাসন্ধী-মহানবমী, শনিবার মহানবমী-মহাদশমী। শনিবার রাতে মহাদশমী হবার কারণে রবিবার বিজয়া দশমীপূজা শেষে দেবী দুর্গা কৈলাসে গমন করবেন। এরপর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে এ বছরের দুর্গাপূজার সমাপ্তি হবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …