বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ

নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে পঞ্চমী বালা সরকার (১৪) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। জানা গেছে, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের হরিপদ সরকারের মেয়ে পঞ্চমী বালা সরকার গত ২ জানুয়ারি সকালে নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তোলার কথা বলে বাড়ি হতে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। সে ধুন্দার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করতো।

পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এ বিষয়ে নিখোঁজ স্কুলছাত্রীর বাবা হরিপদ সরকার নন্দীগ্রাম থানায় একটি জিডি করে। থানার এসআই রুবেল মিয়া জানিয়েছে, ওই স্কুলছাত্রীর বাবা থানায় নিখোঁজ বিষয়ে একটি জিডি করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমরা স্কুলছাত্রীর অবস্থান জানার চেষ্টা চালাচ্ছি। আশাকরি দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …