বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত

নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে নন্দীগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ জন। এ বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার করোনার উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা শেষে সোমবার রাতে তার শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে। তারসহ নন্দীগ্রামে মোট ৭ জনের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। এর মধ্যে ২ জন সুস্থ হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, এ পর্যন্ত নন্দীগ্রাম উপজেলায় ১ জন চিকিৎসকসহ মোট ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২ জন সুস্থ হয়েছে।

আরও দেখুন

নাটোরে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ৪ অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,গত ১২ নভেম্বর নাটোর শহরের বড়গাছা সাহাপাড়া  এবং বড়গাছা পালপাড়া এলাকায়  সংঘটিত ডাকাতির ঘটনায় …