নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ও গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই খাইরুল ইসলাম ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৩ টারদিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর গ্রামের আব্দুল বারীকের ছেলে ফারুক হোসেন (২৯) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তার কাছে মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৭৭০ টাকা পাওয়া যায়।
এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং চলবে। মাদককারবারি কাউকে ছাড় দেওয়া হবে না।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …