সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে ইয়াবাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

নন্দীগ্রামে ইয়াবাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ ৩ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে থানার এসআই মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের একাধিক মামলার আসামী সাইফুল ইসলাম (৪০), উপজেলার তুলাশন গ্রামের ইউসুফ আলী (১৯) ও ধুন্দার গ্রামের প্রনব চন্দ্র (১৯)। থানার এসআই মোহাম্মদ আলী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের শরীর তল্লাসী করে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *