নিজস্ব প্রতিবেদক ,নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ ১ যুবক গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় এসআই শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার দুপুরে উপজেলার বুড়ইল গ্রামের আবু সাঈদের ছেলে বাদল মিয়া (৩৫) কে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। অপরদিকে থানার এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে দেওতা গ্রামের কাজেম উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৩৫) কে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করেছে। থানার অফিসার ইনচার্জ শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …