সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ইফতার তৈরি ও বিক্রয় তদারকিতে ভ্রাম্যমাণ আদালত

নন্দীগ্রামে ইফতার তৈরি ও বিক্রয় তদারকিতে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) :

বগুড়ার নন্দীগ্রামে ইফতারের দোকানে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে এবং মানসম্মত ইফতার তৈরি ও বিক্রয় তদারকিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। 

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে নন্দীগ্রাম শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে ইফতারের দোকানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেসময় তার সাথে ছিলেন থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন ও নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সারমিন আক্তার প্রমুখ। 

সেসময় উপজেলার শিমলা বাজারে অবস্থিত মোশারফ হোসেনের চানাচুরের দোকানের ট্রেড লাইন্সেস না থাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। 

এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …