রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ইউনিয়ন ভূমি অফিসের সহায়কের ঘুষ-দূর্নীতির অভিযোগে পদত্যাগ দাবি

নন্দীগ্রামে ইউনিয়ন ভূমি অফিসের সহায়কের ঘুষ-দূর্নীতির অভিযোগে পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক আব্দুল আলিমের ঘুষ-দূর্নীতি, অতিরিক্ত টাকা আদায় ও সাধারন মানুষকে হয়রানির অভিযোগে পদত্যাগ দাবি করেছে ছাত্র-জনতা।

গত বুধবার দুপুরে ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাটস্থ ইউনিয়ন ভূমি অফিসের সামনে শতাধিক ছাত্র-জনতা সহায়ক আব্দুল আলিমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরে আব্দুল আলিম জমির খাজনা, খারিজ ও জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ঘুষ নেয়। ইউনিয়ন ভূমি অফিসে সাধারন মানুষ এলে সে খুব হয়রানি করে।

এবিষয় ভাটগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক আব্দুুল আলিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

ভাটগ্রাম ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আসাদুজ্জামান সরকার জানান, এক ব্যাক্তির খারিজ তিন বার বাতিল হওয়ায় টাকা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। আব্দুুল আলিম যদি দোষী হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …