রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে আলী আজম শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত

নন্দীগ্রামে আলী আজম শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত

  নিজস্ব প্রতিবেদক:  

‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম।

সেই সাথে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়। প্রধান শিক্ষক আলী আজম নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার মানোন্নয়নের জন্য দিনরাত আন্তরিকভাবে দায়িত্বপালন করে আসছে। 

শুক্রবার প্রধান শিক্ষক আলী আজমের সাথে কথা বললে তিনি বলেন, তার দায়িত্বপালনে সংশ্লিষ্টরাও অনেক সহযোগিতা করছে। যে কারণে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামীতেও প্রাথমিক শিক্ষা প্রসারে আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …