নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া): :

‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, জাতীয় মহিলা সংস্থা নন্দীগ্রাম উপজেলা শাখার চেয়ারম্যান মাহফুজা বেগম, তথ্যসেবা কর্মকর্তা শারমিন আক্তার ও ছাত্রী অনন্যা হক প্রমুখ। পরে পুরস্কার বিতরণ করা হয় 

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …