নিজস্ব প্রতিবেদক , নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। সকাল সাড়ে ১০ টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এরপর বাংলাদেশ মানবাধিকার কমিশন নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি বদরুদ্দোজা তৌফিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, বাংলাদেশ মানবাধিকার কমিশন নন্দীগ্রাম উপজেলা শাখার সহ-সভাপতি রথীন্দ্রনাথ, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মতিন প্রমুখ।
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …