শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে আনুমানিক এক লাখ টাকামূল্যের কারেন্ট জাল জব্দ

নন্দীগ্রামে আনুমানিক এক লাখ টাকামূল্যের কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে আনুমানিক এক লাখ টাকামূল্যের কারেন্ট জাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। 

বুধবার (১১ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই হাট-বাজারে কারেন্ট জাল বিক্রয়ের খবর পেয়ে তিনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। সেসময় তাদেরকে দূর থেকে দেখতে পেয়ে কয়েকজন কারেন্ট জাল বিক্রেতা আনুমানিক ১ লাখ টাকামূল্যের কারেন্ট জাল ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। 

পরে কারেন্ট জালগুলো জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাটকড়ই হাট-বাজারে সাখাওয়াত হোসেনের কাপড়ের দোকানে ডিলিং লাইসেন্স না থাকায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে অর্থদণ্ড প্রদান করেন। তিনি আরো ৪টি কাপড়ের দোকান মালিককে ডিলিং লাইসেন্স করার পরামর্শ প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …