শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে অনলাইনে ভাতা বিতরণ 

নন্দীগ্রামে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে অনলাইনে ভাতা বিতরণ 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) :

বগুড়ার নন্দীগ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে অনলাইনে ভাতা বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে উক্ত ভাতা বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান, উপজেলা প্রশিক্ষক লায়জুল ইসলাম রানা, উপজেলা প্রশিক্ষিকা শারমিন আকতার ও শেরপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক পেস্তা মিয়া প্রমুখ। 

নন্দীগ্রাম উপজেলার ৫৮৮ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ভাতার ৩৫ লাখ ৫৭ হাজার ৪০০ টাকা অনলাইনে বিতরণ করা হয়।

এছাড়াও দায়িত্বপালনের পূর্বে ৫৮৮ জন আনসার ও ভিডিপি সদস্যেদের মাঝে ভাতার ২ লাখ ৯৪ হাজার টাকা অনলাইনে বিতরণ করা হয়। উল্লেখ্য, সর্বমোট ভাতার ৩৮ লাখ ৫১ হাজার ৪০০ টাকা অনলাইনে বিতরণ করা হয়। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …