শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিংকুর ইন্তেকাল

নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিংকুর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিংকু ইন্তেকাল করেছেন। ৬ জুলাই রাত ১০ টা ২৫ মিনিটে বগুড়া শহরের বাসায় তিনি ইন্তেকাল করেন। রফিকুল ইসলাম পিংকু (৫৫) দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৭ জুলাই বেলা ১১ টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সদস্য অসিম কুমার রায় প্রমুখ।

আরও দেখুন

হিলিতে ভিজিএফের ১৮শ’ নামের ভুয়া তালিকাকরে চাল আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালবিতরণে অন্তত ১৮শ’ …