নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ১৬৮ বস্তা চাল উদ্ধার করেছে র্যাব। ১১ই এপ্রিল রাত ১১টায় র্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে চাল উদ্ধারসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও তার সহযোগী ২নং নন্দীগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলী। স্থানীয়রা জানায়, ১১ই এপ্রিল রাতে উপজেলার শিমলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায় র্যাব।
এ সময় তার বাড়ি তল্লাশি করে ৫৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এরপর র্যাব সদস্যরা শিমলা বাজারে আনিছুর রহমানের গোডাউনে তল্লাশি চালিয়ে আরো ১১০ বস্তা চাল উদ্ধার করে। পরে র্যাব সদস্যরা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে আটক করে। জানা গেছে, খাদ্য বিভাগের ডিলার মিলন সরদারের নামে বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে ক্রয় করে মজুত করে তারা।
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …