নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
আগামী ২৩ জানুয়ারি নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সামনে রেখে ১৬,১৭ জানুয়ারি সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মাঝে ফরম বিক্রয় শুরু করে নির্বাচন পরিচালনা কমিটি। ফরম বিক্রয়ের শেষ সময় ছিলো সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪ টা পর্যন্ত। বিকেল ৪ টা ৫ মিনিটে দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিউল আলম ছবির নিকট সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং দলীয় নেতাকর্মীরা জানতে চায় কে কে ফরম উত্তোলন করেছে ?
তখন তিনি বলেন, মোট ১৬ জন প্রার্থী ফরম উত্তোলন করেছে। কিন্তু আজ তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আগামীকাল সব প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে উঠে দলীয় নেতাকর্মীরা। প্রাপ্ত তথ্যে জানা গেছে, সভাপতি পদে রেজাউল আশরাফ জিন্নাহ, এ্যাড. ইউনুস আলী, আজিজুর রহমান, নজিবুল্লাহ মজনু ও শাহজাহান আলী ফরম উত্তোলন করেছে। অপরদিকে সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আনিছুর রহমান, মুকুল হোসেন, আফজাল হোসেন, মুক্তারিন জাহিদ সরকার, সোহেল রানা সোহাগ ফরম উত্তোলন করে। আর বাকি ৫ জন প্রার্থী কে তা নিশ্চিত জানা যায়নি। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নানা প্রশ্ন উঠেছে। কেনো ৫ জন প্রার্থীর নাম গোপন করা হয়েছে, তার কারণ কী ?
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ জানান, বিতর্কিত লোক দিয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ১৬ জন প্রার্থীর সংখ্যা বললেও নাম বলছে না। নাম প্রকাশ করলে ক্ষতি কী ? আর এরা কী করতে চায় তাও আমরা পরিস্কার বুঝতে পারছি না। কাকে পদে আনার জন্য তারা এ কুটকৌশল চালাচ্ছে এমন প্রশ্ন থেকেই যায়।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে আওয়ামী লীগের ৫ প্রার্থীর নাম প্রকাশ না করায় ক্ষুব্ধ নেতাকর্মীরা
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …