রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নন্দীগ্রামে আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে দেশব্যাপী বৃক্ষরোপণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ‘গাছ লাগাও পরিবেশ বাচাও’ স্লোগান সামনে রেখে মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা।

পরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফলজ বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান মিন্টু, ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোরশেদুল বারী, ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী কালিপদ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান আলো, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা তাঁতী লীগের সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ডিউ, পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব, আব্দুল্লাহ আল নোমান, মশিউর রহমান ও আল জাহিদ প্রমুখ।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …