নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশাল কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, এ্যাড. রেজাউল করিম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার ও আসাদুর রহমান দুলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু, শ্রম বিষয়ক সম্পাদক রুহুল মোমিন তারিক, উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, সদস্য আনোয়ার হোসেন রানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী, একরাম হোসেন ও মুকুল হোসেন প্রমুখ। বিশাল কর্মীসভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান। জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে এ বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …