রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার 

নন্দীগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক বগুড়া,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) নন্দীগ্রাম থানা পুলিশ এতথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, গত শুক্রবার রাতে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক হোসেনকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। 

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক হোসেন ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাদেরকে নন্দীগ্রাম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়ার আদালতে প্রেরণ করেছে। রবিবার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …