বুধবার , নভেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে আইন অমান্য করে ট্রাক পার্কিং করার অপরাধে ট্রাক মালিকের জরিমানা 

নন্দীগ্রামে আইন অমান্য করে ট্রাক পার্কিং করার অপরাধে ট্রাক মালিকের জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে আইন অমান্য করে ট্রাক পার্কিং করার অপরাধে সড়ক পরিবহন আইনে ট্রাক মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। 

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জনগণের ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক রাখতে এবং মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম এলাকায় রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

সে সময় নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির পাশে আইন অমান্য করে ট্রাক পার্কিং করে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ওই ট্রাক মালিককে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, মহাসড়কে দুর্ঘনা প্রতিরোধে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …