রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে আইএফআইসি প্রতিবেশী উৎসব উদযাপিত 

নন্দীগ্রামে আইএফআইসি প্রতিবেশী উৎসব উদযাপিত 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) :

বগুড়ার নন্দীগ্রামে ব্যাপক উৎসবমুখর পরিবেশে আইএফআইসি প্রতিবেশী উৎসব উদযাপিত হয়েছে। 

আইএফআইসি ব্যাংক পিএলসি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড উপশাখার আয়োজনে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিবেশী উৎসব উদযাপিত হয়। এতে আইএফআইসি ব্যাংক পিএলসি নন্দীগ্রাম উপশাখার গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। আইএফআইসি প্রতিবেশী উৎসবে অংশগ্রহণকারীদের নানারকম পিঠা খাওয়ানো হয়। 

বিকেলে ওই উৎসবে অংশগ্রহণ করেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, সদস্য অসিম কুমার রায় ও সোহেল বিশ্বাস প্রমুখ। 

সেসময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড উপশাখার অফিসার ইনচার্জ সেজ্যোতি চৌধুরী ও ট্রানজেকশন সার্ভিস অফিসার নাঈম মাহবুবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …