সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আবু বকর সিদ্দিক নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বকর সিদ্দিক উপজেলার ছোট ডেরাহার গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সকালে আবু বকর সিদ্দিক নন্দীগ্রাম হতে তার অটোভ্যান নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো এমন সময় ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হবার সময় বগুড়াগামী একটি অ্যাম্বুলেন্স এসে তাকে ধাক্কা দেয়।

এতে সে অটোভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরও জানান, তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …