মঙ্গলবার , নভেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে দুই মিষ্টান্ন ভান্ডারে জরিমানা 

নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে দুই মিষ্টান্ন ভান্ডারে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে দুই মিষ্টান্ন ভান্ডারে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজার মনিটরিং করেন। সেসময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাই বোন মিষ্টান্ন ভান্ডারের মালিক জনাব আলীকে এক হাজার টাকা ও সাকিব হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শাহীন আলমকে এক হাজার টাকা জরিমানা করেন। 

এতথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। বাজার মনিটরিং কার্যক্রম চলাকালে কোনো অনিয়ম বা অপরাধ দেখলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন থানার এসআই শরিফুল ইসলাম। 

আরও দেখুন

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছে দে রাসিকের ভ্রাম্যমান পরিচালিত

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,রাজশাহী মহানগরীতে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার …